আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাঁর প্রতীক হচ্ছে মোমবাতি। তিনি রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তাঁর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেন, “চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়ের প্রশ্নে আমি নির্বাচন করছি। দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে ইসলামী আদর্শের আলোকে কাজ করাই আমার লক্ষ্য। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার মানুষের অধিকার আদায়, শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে উৎসর্গ করবো। মোমবাতি প্রতীক যেমন অন্ধকারে আলো জ্বালায়, তেমনি আমি চাঁদপুর-৩ আসনের মানুষের জীবনে সত্য ও ন্যায়ের আলো ছড়িয়ে দিতে চাই।”
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।
প্রার্থী আহসান উল্লাহর সাথে এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা মো. খাজা জোবায়ের, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ আব্দুর রাহীম, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নোয়াব খান ও সদর উপজেলার সভাপতি কাজী মানিক।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
২৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur