রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের নিরলস ও দক্ষ প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন,“ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার যেমন অপরাধ বাড়াচ্ছে, তেমনি সঠিক ব্যবহার অপরাধ দমনে বড় শক্তি হিসেবে কাজ করছে। রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের মাধ্যমে জনগণের হারানো সম্পদ উদ্ধারসহ সাইবার অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ জনগণের বন্ধু—এই আস্থা বাস্তব কাজে প্রমাণ করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “হারানো মোবাইল উদ্ধার শুধু একটি সম্পদ ফেরত দেওয়া নয়, বরং নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা ও পুলিশের প্রতি আস্থার প্রতিফলন। ভবিষ্যতেও সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা উদ্ঘাটন এবং জনসেবামূলক কার্যক্রমে রাঙামাটি জেলা পুলিশ আরও সক্রিয় থাকবে।”
জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এসব মোবাইল ফোন দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করতে সক্ষম হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত এই সেল এ পর্যন্ত সাইবার অপরাধ দমন ও ক্লুলেস মামলা উদ্ঘাটনের পাশাপাশি মোট ৫৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১১ লাখ টাকা।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে ভুক্তভোগীরা তাদের হারানো মোবাইল ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এই উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ রাঙামাটি জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী/
১৮ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur