মোবাইল করে করারোপ না করার অনুরোধ তারানার

মোবাইল ফোনে কথা বলার ওপর নতুন করে করারোপ না করতে অর্থমন্ত্রীর কাছে অনুরোধ করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারানা হালিম এ কথা জানান।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আগেও মোবাইলে কথা বলার ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়ে অনুরোধ করেছিলাম। তারপরও প্রস্তাবিত বাজেটে করারোপের ঘোষণা করা হয়েছে। সহজে কথা বলার সুযোগ করে দিতে আমরা যে অঙ্গীকার করেছিলাম, এটার তার পরিপন্থী। আমি আশা করছি, সংসদে প্রস্তাবিত করারোপের প্রস্তাব প্রত্যাহার করে নেবেন অর্থমন্ত্রী।’

গত ২ জুন জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনে প্রতিটি সেবার ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ এবং ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা, বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্যবহারসহ সব ধরনের সেবার খরচ বাড়বে।

গত অর্থবছরে সিম বা রিমের মাধ্যমে সেবার ওপর শুল্কের পরিমাণ ছিল ৩ শতাংশ। (এনটিভি)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ৫ জুন ২০১৬, রোববার
ডিএইচ

Share