হারিয়ে যাওয়া সাতটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মিলিকের হাতে তুলে দিয়েছে ফরিদগঞ্জ থানা পুলিশ। ২১ এপ্রিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।
থানা পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মুঠোফোনের বিষয়টি দায়েরকৃত জিডি মোতাবেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই শাকিল রানা উদ্ধার করেছেন। তিনি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মুঠোফোন উদ্ধার করতে সামর্থ্য হন।পরবর্তীতে ২০ এপ্রিল রোববার৭ জন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় থানা পুলিশ।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, ‘থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেটগুলো উদ্ধারে সফলতা অর্জন করে। পরবর্তীতে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়।’
প্রতিবেদক: শিমুল হাছান,২১ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur