মুন্না ও শ্রাবন্তি, দুইজনের বয়সই আঠারো। দীর্ঘদিন রং নাম্বারে প্রেম করার পরে দুইজনের সিদ্ধান্তে প্রথম দেখা।সেই প্রথম দেখাটাই যে শেষ দেখা হবে সেটা জানতো না তারা। প্রেমিক মুন্নার সঙ্গে দেখা করতে এসে মৃত্যু হলো শ্রাবন্তির।
নিহত শ্রাবন্তি যশোরের শার্শা উপজেলার টেংরালি গ্রামের আমজাদ আলীর মেয়ে। প্রেমিক মুন্না যশোরের চৌগাছা উপজেলার বাড়িয়ালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।২৩ জানুয়ারি সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ দিন ছুটিপুর বাজার জামতলার মোড়ে দেখা করেন এ প্রেমিক যুগল। দেখা হওয়ার পর শ্রাবন্তিকে সিঙ্গারা খাওয়াতে হোটেলে নিয়ে যান মুন্না। সিঙ্গারা খাওয়ার কিছুক্ষণ পরে অসুস্থ বোধ করেন শ্রাবন্তি। পরে মুন্না একটি ভ্যানে করে ড্রাইভারের সহযোগিতায় ছুটিপুর প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবন্তিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এছাড়াও মেয়েটির সঙ্গে থাকা মুন্নাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
বার্তা কক্ষ, ২৪ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur