মোবাইলের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়ায় মনোযোগী হবে: এমপি রুহুল

এডভোকেট মোঃ নুরুল আমিন এমপি বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে লেখাপড়ার পাশাপাশি খেলার বিকল্প নেই। এতে শারিরীক গঠন যেমন ভাল থাকে, তেমনি মেধা বিকশিত হয়।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য আরো বলেন, তোমরা মোবাইলের প্রতি আসক্ত না হয়ে লেখাপড়ার প্রতি মনোযোগী হবে। তাহলে তোমরাই একদিন এ দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে ।বর্তমান শেখ হাসিনা সরকার শিক্ষা সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছেন বলেই আজ শিক্ষার মান বৃদ্ধি হয়েছে। দেশের উন্নয়ন তরান্বিত হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন হয়।

২৭ ফেব্রুয়ারি দুপুরে মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট সিরাজুল হক হাজরা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম হাজরার সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার রেনু দাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো লিয়াকত হোসেন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মোফাজ্জল হোসেন, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ মো; আবদুল মালেক,মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের সংরক্ষীত আসনের সদস্য তাছলিমা আক্তার আখিঁ, কাউন্সিল সারোয়ার সরকার লিখন,মতলব পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, জাফরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মফিজুল ্ইসলাম মিজি, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো: কাউসার আলম পান্না, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তামিম, মতলব পৌর শ্রমিক লীগের আহবায়ক আল মহসিন প্রধান, ৯নং ওয়ার্ড যুব লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুর রহমান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

Share