চাঁদপুর মতলব বাজারের বনিক ও জনকল্যান সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক মো. নাজির প্রধানের ছোট ভাই ইতালি প্রবাসী মো. কবির হোসেন প্রধানের (৪৪) আর বিদেশে ফেরা হলো না।
রোববার (১১ নভেম্বর) মতলব পৌরসভার উত্তর বাইশপুরস্থ নিজস্ব কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
নামাজ পূর্বে আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রকৌশলী জসিম উদ্দিন, স্থানীয় কাউন্সির ও পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, মরহুমের বড় ভাই মো. নাজির প্রধান।
প্রসঙ্গত, বাইশপুর গ্রামের মরহুম মোকলেছুর রহমান প্রধানের চতুর্থ ছেলে মো. কবির হোসেন গত ৪ নভেম্বর ইতালির এক হাসপাতালে ইন্তেকাল করেন। সে দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur