Home / জাতীয় / রাজনীতি / ‘মোদি-খালেদার বৈঠক নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই’
‘মোদি-খালেদার বৈঠক নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই’
Moudi-Khaleda

‘মোদি-খালেদার বৈঠক নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই’

বৃহস্পতিবার ০৪ জুন ২০১৫ :  ০৩:২০

শাহজাহান শাওন :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, বৈঠকের স্থান এবং সময় এখনও ঠিক না হলেও বৈঠক হবে এটা নিশ্চিত।

তিনি আরো জানান, খালেদা জিয়া বৃহৎ একটি দলের চেয়ারপারসন। বাংলাদেশের সবচেয়ে বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন তিনি। তার সঙ্গে যদি মোদির সাক্ষাৎ না হয় তাহলে সেটি দেশের মানুষ মেনে নিবে না।

সাবেক এই সেনা প্রধান আরো বলেন, আজকে মানুষের মনে শান্তি নেই। দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র পুনরুদ্ধারই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

মোদির আসন্ন সফর নিয়ে তিনি বলেন, আমরা খুবই আশাবাদি ভারতের প্রধানমন্ত্রীর সফরে আমাদের অনেক সমস্যা সমাধান হবে। সম্পর্কও জোরদার হবে।

শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমের সভাপতিত্বে সভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক জাফরুল হাসান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাবেক সংসদ শাহ মো: আবু জাফর প্রমুখ।

 

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।