এবার হ্যাক হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। পরে হ্যাকাররা ওই অ্যাকাউন্ট থেকে একের পর এক টুইট করে সমর্থকদের কাছে ক্রিপ্টোকারেন্সির (ভার্চুয়াল মুদ্রা) মাধ্যমে ত্রাণ সহায়তার আহ্বান জানায়।
কয়েকটি টুইটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও সহায়তা করার জন্য মোদির ফলোয়ারদের প্রতি আহ্বান জানানো হয়। পরবর্তীতে অবশ্য মোদির অ্যাকাউন্ট থেকে এসব টুইট সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে আজ ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিবিসি।
এদিকে টুইটারের পক্ষ থেকে মোদির অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট নিরাপদ করতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখার কথাও জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
গত জুলাইয়ে হ্যাকারদের কবলে পড়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের টুইটার অ্যাকাউন্ট। এছাড়া একই সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, টেসলার সিইও ইলন মাস্ক, অ্যামাজন সিইও জেফ বেজোসসহ প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল।
বার্তা কক্ষ,৩ সেপেটম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur