মোতালেব বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি
চাঁদপুর জেলার কচুয়ার কৃতি সন্তান, মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। গত বুধবার (১৮ নভেম্বর) ঢাকার কাকরাইলস্থ আইডিইবি ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় নির্বাচিত হন।
মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের নলুয়া গ্রামের বাসিন্দা।
তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক শ্রেণী পেশার মানুষ।
সভায় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটির ২৭ জন সদস্যসহ প্রায় ৫ শতাধিক সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট
আপডেট: ০৯:২০ পিএম, ২২ নভেম্বর ২০১৫, রোববার
ডিএইচ