Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাসপাতাল থেকে ফিরে ভোটের মাঠে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতালেব জমাদার
মোতালেব জমাদার

হাসপাতাল থেকে ফিরে ভোটের মাঠে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতালেব জমাদার

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার প্রার্থী মোতালেব জমাদারকে দেখার জন্য হাজারো জনতা ভীড় জমিয়েছে। তিনি হাসপাতাল থেকে ভোটের মাঠে ফিরেছেন।

শুক্রবার ৩ জানুয়ারি দূর্যোগপূর্ন আবওয়ার উপেক্ষা করে তাদের প্রিয় প্রার্থীকে এক নজর দেখার জন্য হাইমচর উপজেলা আলগী বাজারে মোতালেব প্লাজায় দুপুরের পর থেকে লোকজন জড় হতে থাকেন।

হাইমচরে মোতালেব জমাদার পৌঁছার সাথে তার কর্মীরা তাকে জড়িয়ে কাঁদতে দেখা যায়।

গত ২৩ ডিসেম্বর প্রতীক বরাদ্ধে দিন নৌকা  ও আনারস প্রতীকের সমর্থকদের  মধ্যে সংঘর্ষের ঘটনায় মোতালেব জমাদার গুরুতর আহত হন। আহত মোতালেব জমাদারকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনলে তার অবস্থা গুরুতর দেখে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

আওয়ামী-লীগ-ও-বিদ্রোহী

আহত মোতালেব জমাদার ও সংঘর্ষের পর পুলিশের অবস্থান। (ফাইল ছবি)

তার অবস্থা আরো খারাপ দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মোতালেব জমাদারে শারিরিক অবস্থা আগের চেয়ে উন্নতের দিকে।

এসময় মোতালেব জমাদার তার সমর্থকদের উদ্যেশ্যে বলেন, আপনারা আমাকে দোয়া করছেন বলে আবার আপনাদের মাঝে আল্লাহ ফিরিয়ে এনেছে। আমার জন্য আপনারা অনেক করেছেন বিনিময় আমি কিছুই করতে পারিনি। আগামী ১৩ জানুয়ারি নির্বাচনে কেন্দ্রে গিয়ে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয় করে ঘরে ফিরবেন। আপনারা যেভাবে আমার পাশে ছিলেন আমিও আপনাদের পাশে আছি থাকবো। ১৩ তারিখের নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিবেন এদেশের মানুষ সত্যের পক্ষে আছে এবং থাকবে।

আরো দেখুন- হাইমচরে নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা

স্টাফ করেসপন্ডেন্ট, ৩ জানুয়ারি ২০১৯