আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে দেশজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষায় মোট ৮ লাখ ৯৭ হাজার ১শ ১৭ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ১ লাখ, নৌ-বাহিনী ৫ হাজার, বিমান বাহিনী ৩ হাজার ৭শ ৩০ (স্থলভাগে ১ হাজার ২৫০),পুলিশ ১ লাখ ৪৯ হাজার ৪শ ৪৩,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৫ লাখ ৭৬ হাজার ৩শ ১৪, বিজিবি ৩৭ হাজার ৪শ ৫৩, কোস্টগার্ড ৩ হাজার ৫শ ৮৫, র‍্যাব ৭ হাজার ৭শ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ১৩ হাজার ৩শ ৯০ জন সদস্য অন্তর্ভুক্ত থাকবে।

১৯ জানুয়ারি বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০ তম সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব.মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন,‘নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দু’পর্যায়ে মোতায়েন করা হবে। প্রথম পর্যায়ে চলমান মোতায়েন কার্যকর থাকবে, দ্বিতীয় পর্যায়ে ভোট কেন্দ্রভিত্তিক দায়িত্ব পালন করা হবে। ভোটকেন্দ্রিক মোতায়েনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ৮-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিন দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন,‘পুলিশ,আনসার ও ভিডিপির সঙ্গে সমন্বয়ে সশস্ত্র বাহিনী, বিজিবি,কোস্টগার্ড ও র‍্যাবের অংশ গ্রহণে আইন-শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হবে। প্রতিটি সেলে সংশ্লিষ্ট বাহিনীর একজন করে প্রতিনিধি দায়িত্ব পালন করবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ,সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে নেয়া হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করছে।

২০ জানুয়ারি ২০২৬
এ জি