চাঁদপুর

মোটর সাইকেল চুরি ও ডাকাতির অভিযোগে চাঁদপুরে আটক ২

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে মঙ্গলবার (৯ আগস্ট) মোটর সাইকেল চুরি ও ডাকাতির অভিযোগে দুই যুবককে আটক করা হয়।

আটকৃতকরা হচ্ছেন, ফরিদগঞ্জের শাসনগাছা গ্রামের বাসিন্দা ও চাঁদপুর প্রফেসরপাড়ার ভাড়াটিয়া কবির হোসেন, চাঁদপুর সদরের বালিয়া গ্রামের মাহফুজ।

গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযানে এদর আটক করে।

এদের মধ্যে কবির হোসেন চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেটের সামনে থেকে আটক করা হয়। শফিক নামে এক ব্যক্তির অভিযোগে মোটর সাইকেল চুরির মামলায় আটক দেখানো হয়। মাহফুজকে তার নিজ এলাকা থেকে ডাকাতির মামলায় আটক করা হয়। পাশ্ববর্তী ব্রাহ্মণসাখুয়া এলাকায় বছরখানেক আগে ডাকাতির অভিযোগে রয়েছে বলে জানিয়েছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ।

আটককৃতদেরকে বুধবার (১০ আগস্ট) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

স্টাফ করেসপেন্ডন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:৩০ পিএম, ১০ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ

Share