প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের বাসা শহরের বকুল বাগ থেকে তার ছোট ভাই নুরুল আমিন খান আকাশের ব্যবহত নীল ও কালো রঙের ১শ’৫০ সিসি পালসার (চাঁদপুর-ল ১১-১৫৬৭) নাম্বারের মোটর সাইকেলটি চুরি হয়ে গেছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোর চারটা ১৮ মিনিটের সময় একজন মুখোশধারী চোর মোটর সাইকেল নিয়ে বাড়ির দক্ষিণ পশ্চিম পাশের পেছনের গেইট দিয়ে পালিয়ে গিয়েছে বলে সিসি ক্যামরা দ্বার সনাক্ত করেছে।
খবর পেয়ে ভোর সাড়ে ৬ টায় চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত শুরু করেছেন।
এ ঘটনায় রাতে নুরুল আমিন খান আকাশ থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, আমরা ওই বাড়িতে থাকা চুরির দৃশ্য সিসি ক্যামেরায় দেখে চোরকে চেনার ও ধরার চেস্টা করছি।
এ বিষয়ে কোনো তথ্য পেলে চাঁদপুর মডেল থানার ওসির ০১৭১৩৩৭৩৭১২ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
করেসপন্ডেন্ট
:আপডেট, বাংলাদেশ ১০ : ৩০ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ শনিববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur