চাঁদপুর মটর সাইকেল চালক মোস্তফার মাথা ফাটিয়েছে পুলিশ কনস্টেবল মুকবুল। শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু সড়কের ওয়ারলেস এলাকায় এ ঘটনা ঘটে।
খবর শুনে চালক মোস্তফাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উল্যাহ ওলি ও সেকেন্ড অফিসার মনির আহম্মদ।
আহত মোস্তফা ও কয়েকজন জানায়, নাজির পাড়া মসজিদে জুমার নামাজ আদায় করে বন্ধুরা সবাই মিলে মোটর সাইকেল নিয়ে (বঙ্গবন্ধু সড়কের) ওয়ারলেস এলাকায় আসলে সার্জেন্ট খলিল মোটর সাইকেল থামাতে বলে। মোটর সাইকেল থামালে সার্জেন্ট খলিল কাগজ পত্র নিয়ে কথা বলার এক পর্যায়ে পেছন থেকে এসে মোস্তফার মাথায় আঘাত করে। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শহরের মুন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং বিষয়টি চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে।
এ ব্যপারে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা ঘটনাটি অন্যদিকে প্রবাহিত না করে আমাকে জানিয়েছেন তার জন্য ধন্যবাদ। ঊদ্ধর্তন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
] প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক[
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ১০ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur