‘মোটর সাইকেলে ৩ আরোহীর ক্ষেত্রে জিরো টলারেন্স’

‘বর্তমানে চাঁদপুরে মোটর সাইকেলে ৩ জন আরোহী চলতে নিষেধ রয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের জিরো টলারেন্স দেখাবে। বিষয়টি নিয়ে অনেকে পুলিশ বিভাগকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে মোটর সাইকেলেযোগে অনেক অপরাধ কর্মকাণ্ড হয়ে থাকে। কোনোভাবেই ৩ জনকে একসাথে মোটর সাইকেলে চলতে দেয়া যাবে না।’

শনিবার (২৩ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় পুলিশ সুপার শামসুন্নাহার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ধর্মের অপব্যবহার করে মানুষ খুন করে তারা প্রকৃত মুসলমান নয়। সন্ত্রাস, জঙ্গিবাদরা হলো দেশের শত্রু, মানুষের শত্রু এবং ইসলামের শত্রু। বিদেশিদের সহযোগিতায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় আমাদের দেশ যেভাবে উন্নত সমৃদ্ধশালী হচ্ছে। ধর্মের দোহায় দিয়ে জঙ্গিবাদরা বিদেশি মানুষ হত্যা করে দেশের এ দেশের সুনামকে নষ্ট করতে চাইছে, এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র ।’

চাঁদপুর সম্পর্কে তিনি বলেন, ‘চাঁদপুর ঐতিহ্যবাহী শান্তির শহর। এ শহরে জঙ্গিরা নাশকতামূলক কোনো কর্মকা- চালাতে না পারে এ জন্য তাদের বিরুদ্ধে আমাদেরকে সর্তকতার সাথে এগুতে হবে।’

তিনি বলেন, ‘নতুন কোনো জঙ্গি যাতে সৃষ্টি না হয়, এজন্য চাঁদপুরের বিভিন্ন বাসা বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে নজর দারি করতে হবে। স্কুল, মাদ্রাসা, কোচিং সেন্ট্রার ও মসজিদের নিজস্ব কমিটি গুলোকে ভালো করে যাচাই বাচাই করতে হবে। এছাড়াও বাড়ি গাড়িসহ যা কিছু মানুষের কাছে ভাড়া দেয়া হচ্ছে মালিকরা ভাড়াটিয়াদের সঠিক পরিচয় জেনে সবকিছু যাচাই বাছাই করে ভাড়া দিবেন। রেলস্টেশন, লঞ্চঘাট, বাস স্টেশনে বিভিন্ন যান বাহনে যাত্রী উঠানোর সময় মেটাল ডিটেক্টর (নিষিদ্ধ দ্রব্য পরীক্ষার জন্য বিশেষ যন্ত্র) দিয়ে পরিক্ষা করে যাত্রীদের উঠালে নিরাপত্তার বিষয়ে নিশ্চিতে থাকা যাবে।’

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল । পরিচালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই ।

উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পটোয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাকের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share