Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে বাড়ছে মোটরসাইকেল চুরি
মোটরসাইকেল
ফাইল ছবি

ফরিদগঞ্জে বাড়ছে মোটরসাইকেল চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরি ও ছিটকে চোর আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।

জানা যায়, গত কয়েক মাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৮ থেকে ১০টি মটরসাইকেল চুরি হয়েছে। কিন্তু এসকল মোটরসাইকেল কে বা কাহারা এই চুরি করেছে তা এখনো জানা যায় নি। যদিও সন্দেহ ভাজন কয়েক জনকে ফরিদগঞ্জ থানা পুলিশ ইতিপূর্বে আটক করেছে কিন্তু তাদের কাছ থেকে কোন মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়নি।

৬ নভেম্বর শনিবার উপজেলার কড়ৈতলী গ্রামের মিঠুন চন্দ্র দাসের বাড়ি থেকে টিভিএস কোম্পানির ১২৫ সিসির একটি মটর সাইকেল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় একটি লিখিত জিডি করেছেন।

জানা যায়, এর আগের দিন ৫ নভেম্বর রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকার কারী বাড়ি থেকে মো. সোহেল কারীর লাল রংয়ের একটি ডিসকবার ১০০সিসির মোটরসাইকেল নিয়ে যায়। গত কয়েক দিন আগে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক মোঃ মোজাম্মেল হকের এফআসি মটর সাইকেল চুরি হয়। পশ্চিম ভাওয়াল গ্রামের পাটওয়ারী বাড়ি থেকে একটি এফজেট মটরসাইকেল চুরি হয়। ৩০ অক্টোবর রুপসা উত্তর ইউনিয়ের রুপসা বাজার থেকে একটি সাদা রংয়ের এফআসি মটরসাইকেল চুরি হয় যার সিসি ক্যামেরা ফুটেজ থাকলেও চোর সনাক্ত করতে পারেনি পুলিশ।

এদিকে ৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে সাউন্ড মেশিন, ইকু মেশিন ও হাউজার মেশিন চুরি হয় বলে উক্ত মসজিদ কমিটির লোকজন জানান। এই তিনটি মেশিনে মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

চুরির বিষয়ে উপজেলার সচেতন মহল দাবী করছেন মাদকের প্রবনতা বেড়ে যাওয়ায় বাড়ছে চুরির ঘটনা।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা কয়েকটি মোটরসাইকেল চুরি হওয়ার খবর পেয়েছি, জিডি মূল্যে চোর চক্র ধরার অভিযান অব্যাহত রয়েছে, ইতিপূর্বে চোর সন্দেহে কয়েক জনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, এলকার লোকজন সচেতন হলে এই চুরি কিছুটা রোধ করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

প্রতিবেদক:শিমুল হাছান, ৮ নভেম্বর ২০২১