চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্ৰামে পারভেজ (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
আজ শনিবার সকালে মতলব উত্তর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শুক্রবার রাতে ওই কলেজছাত্র নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানিয়েছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।
মৃত পারভেজ মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। পারভেজ হানিরপাড় গ্রামের শাহজাহান মোল্লার ছেলে।
মৃতের পরিবার বলছে, শুক্রবার রাতের কোনো এক সময়ে পারভেজ এ ঘটনা ঘটায়। সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।
আত্মীয়স্বজন বলছে, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য আবদার করে। কিন্তু মোটরসাইকেল কিনে দেওয়া হয়নি। এ কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তাঁরা।
এ বিষয়ে মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবার ধারণা, মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে আত্মহত্যা করেছে তাঁর ছেলে।’
স্টাফ করেসপন্ডেট, ১৯ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur