চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আব্দুর রহমান হৃদয় (১৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি সোমবার বিকেলে ওই উপজেলার আস্টাগ্রাম চৌরাস্তা মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ফরিদগঞ্জ উপজেলারউত্তর শাসিয়ালি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
তার সাথে থাকা সিয়াম হোসেন নামের অপর আরোহী ও স্বজনরা জানায়, নিহত হৃদয় সোমবার বিকেলে একটি মোটরসাইকেল ভাড়া করে ৪ বন্ধুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। তাদের মোটর সাইকেলটি আস্ট্রাগ্রাম চৌরাস্তা মোড় নামক স্থানে গেলে মোড় ঘুরাতে গিয়ে একটি অটোবাইকের সাথে ধাক্কা লাগে। এতে সে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি ছিটকে পড়ে রাস্তার পাশে গাছের সাথে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় নিহত হৃদয় ঘটনস্থলে গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকলে তার সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের করিডোরে হৃদয়ের লাশ পড়ে থাকতে দেখা গেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২২ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur