ছাত্র-জনতা সব সংকট মোকাবিলা করবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বলেছেন, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে নয়, জনগণের পক্ষে কাজ করবে রাষ্ট্র। যারা দাঙ্গা সৃষ্টি করবে, তারাই শেখ হাসিনার দোসর। বুলেট-বোমা হাতে ছিল না, অসম সাহসিকতায় বুক পেতে দিয়েছি, তাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ছাত্র-জনতা এক থাকলে দেশের যে কোনো সংকট মোকাবিলা সম্ভব।

গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় সভায় গতকাল বুধবার তারা এসব কথা বলেন। এদিন তারা ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, পটুয়াখালী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সভা করেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র-নাগরিক মতবিনিময় সভা হয়। সেখানে বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেন, পাশের রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ও সমতার। তবে কোনো ধরনের নতজানু সম্পর্ক হবে না। গণঅভ্যুত্থানে শহীদদের প্রত্যেকের পরিবারে একটি চাকরি দেয়া হবে। ফাউন্ডেশন গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। সেই ফাউন্ডেশন থেকে হতাহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।

সমন্বয়ক হামযা মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আলী আহমেদ আরাফ, জিয়াউদ্দিন আয়ান, শহীদ পরিবারের পক্ষে সাইদুর রহমান, শাহজাহান মোল্লা ও ইসরাত জাহান।

গতকাল সন্ধ্যায় মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, আমরা প্রমাণ করে দিয়েছি, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আশরাফুল আলম আলী ও মোছাম্মৎ ছারা।

পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তারা বলেন, দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের মাঠে থাকতে হবে এবং তাদের ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হতে হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এম এ সাঈদ, রাইহান ফেরদৌস, সিনথিয়া জাহিন আয়েশা, হাসিবুল হোসেন শান্ত, মোবাশ্বেরা করিম মিমি, শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কক্সবাজারে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমার ভাইবোনের রক্তঝরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে যেন ফ্যাসিবাদীর জন্ম না হয়, আমরা সেদিকে লক্ষ্য রেখে পরবর্তী সরকার গঠন না হওয়া পর্যন্ত প্রয়োজনবোধে রাজপথে থাকব। গতকাল রাতে চকরিয়া ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে কোরক বিদ্যাপীঠ মাঠে এ মতবিনিময় সভা হয়।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে এদিন মতবিনিময় সভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে কেন্দ্রীয় ১০ সদস্যের একটি দল অংশগ্রহণ করে। ছাত্র-জনতার বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দেন কেন্দ্রীয় সমন্বয়করা।

শেরপুরে ছাত্র-নাগরিক মতবিনিময় সভা গোলযোগে পণ্ড হয়ে গেছে। বিকেলে শহরের বটতলা এলাকায় সরকারি ভিক্টোরিয়া একাডেমি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে সভার কাজ শুরু হয়। এ সময় স্থানীয় একদল ছাত্র-যুবক মঞ্চে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা নিহত তিন শিক্ষার্থীর বাড়িতে যান এবং তাদের কবর জিয়ারত করেন। পরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

নাটোরের সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-জনতা মৈত্রী সমাবেশের মঞ্চ ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া শহরের আলাইপুর এলাকায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে শিক্ষার্থীদের দু’পক্ষে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪
এজি

Share