চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দীর প্রগতি সমাজ সেবক ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টায় হামানকর্দ্দী উচ্চ বিদ্যালয় মাঠে (সাবেক ডিসি স্কুল) সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, খেলাধুলা বিভিন্ন ধরনের নেশা থেকে যুব সমাজকে দূরে রাখে। সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, জঙ্গীবাদ দূর করতে হলে খেলাধুলায় সকলকে মনোযোগী হতে হবে। যে সব এলাকায় মাদক বিক্রি হচ্ছে, সেসব এলাকার যুব সমাজকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সমাজকে ভাল রাখতে হলে মাদককে না বলতে হবে। যেসব এলাকায় মাদক বিক্রি হচ্ছে, সেসব এলাকার ব্যক্তিদের নামের তালিকা করে চাঁদপুর পুলিশ সুপার ও সংবাদকর্মীদের দিলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে।
তিনি আরো বলেন, মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। সেই সাথে চেয়ারম্যান মানিক জনগনকে সাথে নিয়ে এ ব্যাপারে ব্যাপক জনমত তৈরী করেছেন । এ ব্যাপারে জনগনকে জাগতে হবে। এগিয়ে আসতে হবে।
ইউপি সদস্য আবুল হোসেন মনার সভাপতিত্বে ও ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী গৌতম চন্দ্র শীলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন বেপারী, তরুন সমাজ সেবক রাসেল মিজি, সমাজ সেবক রিপন হোসেন প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন প্রগতি সমাজ সেবক ক্লাবের সদস্য আনছি মিজি, মুসলিম মৃধা, তসলিম মৃধা, শামীম খান, জুবায়ের হোসেন।
হাপানীয়া স্পোটিং ক্লাবের খেলোয়ারা হচ্ছেন, রয়েল খান অধিনায়ক, মুরাদ খান, নেছার খান, মঞ্জু মৃধা, রিয়াদ খান, নুরুল ইসলাম, ইকবাল হোসেন।
হামানকর্দ্দী স্পোর্টং ক্লাবের খেলোয়াররা হচ্ছেন, সুজন খান, কালু শীল, আল-আমীন শেখ, তসলিম হোসেন, সোহেল হোসেন, ইকবাল হোসেন।
নিধারিত খেলা শেষে ট্রাইবেকারে হাফানিয়া স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে হামানকর্দ্দী স্পোটিং ক্লাব বিজয়ী হন ।
শেষে বিজয়ী দল হামানকর্দ্দী স্পোটিং ক্লাব ও রানারআপ দল হাফানিয়া স্পোটিং ক্লাবকে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০ : ৩০ পিএম, ২৮ জুলাই ২০১৭, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur