মৈশাদীতে নৌকা মার্কার সমর্থনে পথসভা

চাঁদপুর সদর উপজেলা মৈশাদী আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. মোখলেছুর রহমান মিজির নৌকা মার্কার সমর্থনে শুক্রবার বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৪টায় পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের নের্তৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বিজয়ী করতে হবে। আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা ২০২১ সালের শতভাগ শিক্ষার হার নিশ্চিত করবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে হবে।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বোরহান বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু নাঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সম্পাদক আহসান উল্লাহ আখন্দ, অ্যাডঃ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান,সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, সাধারন সম্পাদক আলী আরশাদ মিজি, সাংগঠনিক সম্পাদক আউয়ব আলী বেপারী, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হক পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

এ সময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About The Author

মাজহারুল ইসলাম অনিক

 : আপডেট ০১:৩৯ এএম, ২৬ মার্চ ২০১৬, শনিবার

ডিএইচ

Share