মৈশাদীতে পানিতে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
চাঁদপুর সদর মৈশাদী ইউনিয়নে সাঁকো থেকে খালের পানিতে পড়ে আকলিমা আক্তার নামের এক স্কুলছাত্রীর করুন মৃত্যু হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়নের মৈশাদী গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী ওই বাড়ির জিয়া উদ্দিন মিজির শিশুকন্যা।
নিহতের চাচা মহসিন মিজি বলেন, ‘আকলিমা আক্তার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেনিতে পড়ালেখা করতো। দুপুরে সে বাড়ি থেকে সাঁকো দিয়ে নিকটতম দোকানে যাওয়ার সময় হঠাৎ হাত পা ফসকে খালের পানিতে পড়ে যায়। কোন লোকজন না থাকায় এবং কেউ দেখতে না পারায় আকলিমা সাঁতার না জানার কারনে ওই খালের পানিতে ডুবে মরে। কিছুক্ষন পর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখে খালের পানিতে সে ভেসে উঠছে।’
তাৎক্ষনিক তারা তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎকার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি