চাঁদপুরে মে দিবস উদযাপন
চাঁদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন মহান মে দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক একতা,উন্নয়নের নিশ্চয়তা’।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রম কল্যান কেন্দ্র শ্রম অধিদপ্তর,চাঁদপুরসহ বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
১ মে রোববার সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসন, চাদঁপুর শ্রম কল্যাণ কেন্দ্র,শ্রম অধিদপ্তর চাঁদপুরের আয়োজনে মে দিবসের র্যালি শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বের করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সরোয়ার,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, চাদঁপুর শ্রম কল্যাণ কেন্দ্রের সংগঠক মো.হজরত আলীসহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন,নৌ-যান শ্রমিক লীগ
জেলা সিএনজি পবিরহন শ্রমিক ইউনিয়ন, জেলা সিএনজি মালিক সমিতিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক র্যালিতে অংশগ্রহণ করেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শ্রমিক লীগ, জাতীয় শ্রমিক পার্টির আয়োজনে মে দিবস পালন করা হয়।
২ মে ২০২২
চাঁদপুর টাইমস
এজি