মে মাসের আইসিসির ‘সেরা’ মুশফিক

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

বছরজুড়ে ঘোষণা করা এই পুরস্কারে ২০২১ সালের মে মাসের জন্য পুরস্কারটি পাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

গত মে মাসে মুশফিক শ্রীলঙ্কার বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলেন। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জিততে দলকে সাহায্য করেন।

মুশফিকের পারফরম্যান্স বিষয়ে মন্তব্য করতে গিয়ে আইসিসির ভোটিং অ্যাকাডেমির প্রতিনিধি ভিভিএস লক্ষ্মণ বলেন, ‘১৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটে খেলার পরেও রানের ক্ষুধা কমেনি মুশফিকের। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি নিজের সেরা অবস্থায় ছিলেন।’

লক্ষ্মণ তার বক্তব্যে মুশফিকের ফিটনেসেরও প্রশংসা করেন।

সেরা খেলোয়াড় হতে পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রাভিন জয়াবিক্রমাকে পেছনে ফেলেছেন মুশফিক।
ঢাকা চীফ ব্যুরো, ১৪ জুন, ২০২১;

Share