Home / চাঁদপুর / মে দিবসে চাঁদপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী
মে দিবসে চাঁদপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মে দিবসে চাঁদপুর নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবসে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ ( ইনসাব) চাদঁপুর সদর থানা ও শহর কমিটির আয়োজনে রোববার সকাল সাড়ে ৯টায় বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। রালীটি চাঁদপুর জজকোট প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রদান প্রদান সড়ক পদক্ষিণ করে আউটার স্টেডিয়াম সংগঠনের কার্যলয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে অংশ নেয় ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের শহর কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ডাক্তার, সদর থানা কমিটির সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক গোলাপ খানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কবির হোসেন মিজি [/author]

আপডেট ৬:৩৯ পিএম, ০১ মে ২০১৬, রোববার
ডিএইচ