মহান মে দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্টো ২৫০৩) এর পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে র্যালি নিয়ে জেলা বিএনপির পার্টি অফিসে জেলা শ্রমিক দলের র্যালি ও আলোচনা সভায় যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিপন হোসেন, মতলব পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি হযরত আলী বেপারী, সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মাসুদ মিজি, সিনিয়র সহ-সভাপতি বাবুল খান, মো. আব্দুল রহিম মোহাম্মদ মফিজ গাজি, মোহাম্মদ আবুল কালাম গাজি, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ আলমগীর হোসেন খান, মোহাম্মদ ইউসুফ রাঢ়ী, মোহাম্মদ মোতালে, মোহাম্মদ জমির খানসহ শতাধিক সিএনজি চালকরা।
আলোচনা সভায় বক্তারা সিএনজি চালকদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। দাবীর মধ্যে ছিলো- লেকের পাড় শহীদ মিনার সংলগ্ন পৌর সিএনজি স্ট্যান্ডে চালকদের জন্য একটি বিশ্রামাগার নির্মাণ ও যাত্রী ছাউনী নিম্নমান করাসহ অন্যান্য পাঁচটি পৌর স্ট্যান্ডে পার্কিং সাইনবোর্ড স্থাপন করা, জেলার অন্যান্য পৌরসভায় স্থায়ীভাবে সিএনজি স্ট্যান্ড নির্মাণ করা, রিকন্ডিশন চালকদের বেতন খোরাকি প্রদান করা, বিআরটি কর্তৃক মালিক শ্রমিকদের হয়রানি বন্ধ করা, সিএনজি অটোরিক্সার রোড পারমিট ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা।
স্টাফ রিপোর্টার,১ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur