Home / চাঁদপুর / মে দিবসে চাঁদপুরে জেলা শ্রমিক দলের আলোচনা সভা
Sromikdol

মে দিবসে চাঁদপুরে জেলা শ্রমিক দলের আলোচনা সভা

মে দিবসে চাঁদপুরে জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মে) বিকেল ৪টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল।

জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবীবুর রহমান ভূইয়ার পরিচালনায় সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে শ্রমিকদের আন্দোলনের ফসল ১লা মে। আন্দোলন হওয়ার ৩ বছর পর ১৮৮৯ সালে তৎকালিন আমেরিকার প্রেসিডেন্ট ১লা মে আর্ন্তজাতিক শ্রমিক দিবসের স্বীকৃতি প্রদান করেন।

১৫ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা কাজ করার আন্দোলনে সেদিন ১১ জন প্রান দিয়েছেন। ১৩২ বছর পরও আমাদের দেশে আজ শ্রমিকরা তার ন্যায্য দাবি আদায় করতে পারছে না। শ্রমিকদের মজুরী কমেছে, বেড়েছে নিত্যপন্যের দাম।

কিন্তু বেতন বেড়েছে তাদের, যারা এ সরকারের অবৈধ ক্ষমতায়নে টিকে থাকতে সাহায্য করছে তাদের। শ্রমিকরা যে মজুরী পায় তা দিয়ে পেট চালাতে হিমসিম খাচ্ছে।

এদেশে স্বাধীনতার পর শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে জিয়াউর রহমান নিরলস কাজ করে গেছেন। বন্ধ কলকারখানাগুলো তিনি চালু করেছেন। আজ তারা সেই জিয়াউর রহমানের দলকে বাইরে সমাবেশ করতে দিচ্ছে না।

পুলিশের অনুমতি নিয়ে বিএনপিকে গনতন্ত্র চর্চা করতে হচ্ছে। জোর করে পুলিশ দিয়ে ক্ষমতায় আর বেকশি দিন টিকতে পারবে না এ সরকার। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে বন্ধি করে জেলে রেখে এ দেশে কোনো নির্বাচন শ্রমিক দল মেনে নেবে না।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, এড. হারুনুর রশীদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি এড.আবদুল্লাহ হীল বাকি, জেলা শ্রমিক দলের সহ সভাপতি ইউছুফ আলী খলিফা, যুগ্ম সম্পাদক খলিল হাওলাদার, সহ সাধারন সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহাবুব ছৈয়াল প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল হাই দুলাল, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন বাবু,সদর উপজেলা শ্রমিক দলের আহবায়ক খোরশেদ আলম,সদস্য সচিব জুয়েল মিজি, পৌর শ্রমিক দলের আহবায়ক ফরিদ মোস্তান।

প্রতিবেদক : আশিক বিন রহিম

Leave a Reply