জাতীয়

‘মে-জুনের মধ্যে সাড়ে ৪ কোটি মানুষের জন্য ভ্যাকসিন’

আগামি মে-জুন মাসের মধ্যে সাড়ে চার কোটি মানুষের জন্য ৯ কোটি ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি একথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘সাড়ে চার কোটি মানুষের প্রত্যেককে দু’ডোজ করে হিসেবে ৯ কোটি ভ্যাকসিন আসবে। এতে জনগোষ্ঠীর ২০ শতাংশ ভ্যাকসিনের আওতায় আসবে।’

তিনি বলেন,’দ্বিতীয় দফায় আরও তিন কোটি মানুষের জন্য অক্সফোর্ডের টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী আশা করছেন,জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে ভ্যাকসিন (অক্সফোর্ড) পেয়ে যাবেন। এজন্য গ্রাসরুট লেভেল পর্যন্ত সবাইকে ট্রেনিং দেয়া শুরু হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন,’ইপিআই এর যে ব্যাপক কার্যক্রম আছে, সেটিকে ব্যবহার করতে চাচ্ছেন,বিভিন্ন হাসপাতালগুলো ব্যবহার করতে চাচ্ছেন,প্রাইভেট সেক্টরকে ব্যবহার করতে চাচ্ছেন। যেহেতু সময় পাচ্ছি আমরা,আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে চিন্তা করছেন। যদি অন্য কেউ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাপ্রুভাল পায় সরকার কাউকেই মানা করবে না। আমাদের যে কমিটি আছে তারা অ্যাপ্রুভাল দেবে।’

ঢাকা ব্যৃরো চীফ , ২৪ ডিসেম্বর ২০২০
এজি

Share