মেয়ের ভোট দিতে এলেন তার বাবা। এমন ঘটনাই ঘটেছে বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে।
হাইমচর উপজেলার চরভৈরবী এলাকার উত্তর বগুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। উত্তর বগুলা ইউনিয়নের জামান পাঠান কেন্দ্রে ভোট দিতে আসলে তার হাতের স্লিপটি জমা দিয়ে বলেন, ‘এটা আমার মেয়ের স্লিপ। আমার ভোট দেওয়া হয়ে গেছে। এখন আমার মেয়ের ভোট দিতে আইছি। তারা তারি ফরম দেন ভোট দিয়া চলে যাই।’
পরে কেন্দ্রের দায়িত্বরত কর্মীরা ঘটনাটি হাস্যকর মনে করে প্রিজাইডিং অফিসারকে খবর দিলে জামান পাঠানকে বাহিরে বের করে দেন এবং তার মেয়েকে কেন্দ্র নিয়ে আসতে বলেন।
অপরদিকে হাইমচরের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে দু’প্রার্থীর লোক একত্রে রুমের ভেতরে ডুকে বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ সদস্যরা তাদেরকে দীর্ঘক্ষণ ওই কক্ষে আটকে রাখে। পরে সাংবাদিক এলে তাদের ছেড়ে দেয়া হয়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Sarif_Mal2.jpg” ]শরীফুল ইসলাম [/author]: আপডেট ১০:৪২ পিএম, ৩১ মার্চ ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur