চাঁদপুরের ব্যাংকগুলোতে ২০২১-২০২২ অর্থবছরের জুলাই পর্যন্ত কৃষি ও দারিদ্রবিমোচন খাতে মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ ৪৯ কোটি টাকা ২৭ লাখ ৫৯ হাজার টাকা।
জেলার সোনালী,জনতা.অগ্রণী,কৃষি,কর্মসংস্থান,রূপালী ও বেসিক ব্যাংকে ওই টাকা মেয়াদোত্তীর্ণ হিসেবে পড়ে রয়েছে । এর মধ্যে জেলার সব উপজেলায় ৭ শ’ ২৩ টি অনিষ্পন্ন সার্টিফিকেট মামলার বিপরীতে ২ কোটি ৬ লাখ ৮৯ হাজার টাকা রয়েছে।
প্রাপ্ত তথ্য মতে,কৃষি ও দারিদ্রবিমোচন মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ তথ্য কৃষিঋণ কমিটির এক প্রতিবেদন জানা গেছে ।
এছাড়াও কর্মসংস্থান ব্যাংকের ৪ শাখায় মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ৩ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকা। রূপালী ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং বেসিক ব্যাংকের মেয়াদোত্তীর্ণ ঋণের পরিমাণ হচ্ছে ২ কোটি ১১ লাখ ৮০হাজার টাকা ।
এ ছাড়াও জেলায় অবস্থিত ২৪টি বেসরকারি ব্যাংকে কম-বেশি হারে ২৮ লাখ ১ হাজার টাকা মেয়াদোত্তীর্ণ ঋণের খাতে পড়ে আছে ।
এদিকে সারাদেশে ব্যাংক খাতে চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ২৫৭ কোটি ৫৭ লাখ টাকা। যা গত মার্চে ছিল ১ লাখ ১৩ হাজার ৪৪১ কোটি টাকা।
সে হিসাবে তিন মাসেই বেড়েছে ১১ হাজার ৮১৭ কোটি টাকা। এর সঙ্গে পুরোনো কিছু মিলে এপ্রিল-জুন পর্যন্ত নতুন করে ঋণখেলাপি হয়েছে ১৫ হাজার ৪৯১ কোটি টাকা। এর মধ্যে নগদ আদায় হয়েছে মাত্র তিন হাজার ৮৫৮ কোটি টাকা যা খেলাপির ৩ দশমিক ৬১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে উঠে এসেছে এ সব তথ্য।
আবদুল গনি
২৯ সেপ্টেম্বর ২০২২
এজি