মেয়র প্রার্থী শূকর !

‎Monday, ‎May ‎18, ‎2015   12:46:26 PM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বইছে মেয়র নির্বাচনের হাওয়া। প্রার্থী হিসেবে আছেন প্রতিষ্ঠিত রাজনীতিকরা। কিন্তু সব ফেলে আলোচনায় উঠে এসেছে অন্য এক প্রার্থী। তাকে নিয়ে অন্য প্রার্থীরা বিব্রত। কারণ তাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে এক শূকর! মানুষ প্রার্থীদের ভয়, একটা শূকরের সঙ্গে না আবার হাড্ডাহাড্ডি লড়াই করতে হয় তাদের !

এমনটা ঘটার কারণও আছে। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে প্রভাবশালী দুজনই বিতর্কিত। একজন হত্যা মামলায় ২০ বছরের সাজা খেটেছেন। আরেকজনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ। তাই তাদের প্রতি ক্ষোভ দেখাতেই মনোনয়নপত্র কেনা হয়েছে ওই শূকরের নামে। বিলি করা হচ্ছে লিফলেটও। খবর হাফিংটন পোস্টের।

‘প্রার্থী’ শূকরের পক্ষে তার মালিকের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন মিখায়েল ইউইং। তিনি বলেন, ‘এটা যদি নির্বাচনে জেতে, আমি সিটি হলের পাশে একটা খাঁচা তৈরি করে দেব। মনে হয় সিটি হলের আঙ্গিনা ওর খুব ভালো লাগবে। কারণ ওখানে দারুণ কচি ঘাস আছে।

চাঁদপুর টাইমস/ডেস্ক/এএস/এমআরআর/২০১৫।

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share