Home / সারাদেশ / মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই
মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

মেয়র পদে স্বামী-স্ত্রীর লড়াই

কুষ্টিয়া জেলার মিরপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল হক খান চৌধুরী ফারুক দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহীপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। একই পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তার স্ত্রী নাসরিন ফেরদৌসও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিএনপি সূত্র জানায়, মিরপুর পৌরসভায় মেয়র পদে বিএনপির নেতা রহমত আলী রব্বানীর নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়। পরে তাকে বাদ দিয়ে বিএনপির মিরপুর পৌরসভায় মিরপুর থানা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ খানকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

এদিকে দলীয় সমর্থন না পেয়ে সাবেক মেয়র সাইফুল হক খান চৌধুরী ফারুক মনোনয়নপত্র জমা দেন। একই সঙ্গে তার স্ত্রী নাসরিন ফেরদৌসও মনোনয়ন জমা দিয়েছেন।

সাইফুল হক খান চৌধুরী ফারুখ বলেন, ‘আমি একাধিকবার মেয়র ছিলাম। মেয়র থাকাকালীন অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আমাকে জনগণ চায়। তাই দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচন করব।’

মেয়র প্রার্থী নাসরিন ফেরদৌস বলেন, ‘মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে মনোনয়ন জমা দিয়েছি।’ স্বামীর বিরুদ্ধে নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারি।’

তবে দলের অন্য একটি সূত্র জানায়, কোনো কারণে ফারুক চৌধুরীর মনোনয়ন বাতিল হলে তার স্ত্রী নাসরিন ফেরদৌস নির্বাচনে মেয়র পদে লড়বেন।

নিউজ ডেস্ক  ।। আপডেট : ০২:০০ এএম, ০৬ ডিসেম্বর ২০১৫, রোববার

ডিএইচ