ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন উপজেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
১৭ জানুয়ারি রোববার দুপুর ১২টার দিকে ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, পৌর আ’লীগের সাধারন সম্পাদক মেয়র মাহফুজুল হক, জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুন-অর রশিদ সাগর, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম কন্টাকটর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্য মহি উদ্দিন খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্লা তপাদার।
উপজেলা আ’লীগের সহ- সভাপতি রফিকুল আমিন কাজল, আবুল হোসেন বাবুল পাটওয়ারী, লোকমান তালুকদার, আবদুর রহমান বাবলু, যুগ্ম সাধারন সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী সফিকুর রহমান, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারন সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম সোহাগ, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম সুজনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
আগামী ১৪ ফেব্রুয়ারি ৪র্থ ধাপে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আবুল খায়ের পাটওয়ারী আওয়ামী লীগের একক প্রার্থী।
প্রতিবেদক:শিমুল হাছান,১৭ জানুয়ারি ২০২১