চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে দ্বিতীয় বারের মতো বিপুল ভোটে মেয়র পদে বিজয়ী হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাজী আব্দুল লতিফ।
প্রাপ্ত ভোট গণনা শেষে রোববার রাতে বেসরকারি ফলাফলে হাজী লতিফকে বিজয়ী ঘোষণা করেন, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
শাহরাস্তি পৌরসভার ১২টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রে হাজী আব্দুল লতিফ পেয়েছেন ১২ হাজার ৮শত ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মনোনীত প্রার্থী মোঃ ফারুক হোসেন মিয়াজি ২৯৮০, বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাইল প্রতীক মোস্তফা কামাল। তিনি পেয়েছেন ৩ হাজার ৯শ ৭৯ ভোট।
২৮ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহরাস্তি পৌরসভায় ভোট ১ম বারের মতো ইভিএমে গ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে মেয়রসহ সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীদের ফলাফল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার শিরীন আক্তার জানান এ পৌরসভার ৩০ হাজার ৮শত ৬৪ জন ভোটারদের মধ্যে নির্বাচনে ১৯ হাজার ৮শত ৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটের ৫০ টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
এদিকে, শাহরাস্তি পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণ করেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমান, তারা ভোটের শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন,২৮ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur