শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ বিষয়ে গভর্নিং বডির সদস্যদের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় শুক্রবার (১৮ নভেম্বর) বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়।
কলেজ গভেনিং বডির সভাপতি প্রতিষ্ঠতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে কলেজ অধ্যক্ষ মো. মিজানুর রহমানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
তিনি বলেন, মেহের ডিগ্রি কলেজ শাহরাস্তি উপজেলার প্রাচীনতম কলেজ। উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজটির যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। কলেজে শিক্ষার্থী প্রায় ৩ হাজার, এ প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবিটি আমি মাননীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সাথে পরামর্শ করবো যাতে করে এ কলেজটিকে জাতীয়করণ করা হয়। সে জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব শাহাদাৎ হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন সরকার, উপজেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন পাটওয়ারী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ মো. আলী, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, প্রচার সম্পাদক জেড এম আনোয়ার, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মো. আব্দুল মান্নান বেপারী, উপজেলা কৃষক লীগ সভাপতি জসিম উদ্দিন জনি, টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজ প্রাক্তণ ছাত্র ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান ভূঁইয়া, ইমাম হোসেন পাটওয়ারী, মো. জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিবাবক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।