মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট এলাকায় প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে গলায় ফাঁস দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলো মিনারুল ইসলাম (১৬) নামে এক প্রেমিক।
বুধবার সন্ধ্যায় প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের বকা খায় প্রেমিকা সপ্তম শ্রেণির ছাত্রী মুন্নি। এরই জেরে রাত ১টার দিকে মুন্নি বিষপানে আত্মহত্যা করে। মুহূর্তের মধ্যে এলাকায় এ খবর প্রচার হলে রাত ২টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক মিনারুল ইসলাম। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মুন্নি গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের কৃষক মুন্তাজ আলীর মেয়ে এবং মিনারুল ইসলাম একই গ্রামের হাবুজেল আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মুন্নির সঙ্গে মিনারুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার বিকেলে তারা দুজনে বাড়ির পাশে কথা বলছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় মুন্নিকে শাসন করে তার মা। রাতে মুন্নি বিষপান করলে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। রাত ১টার দিকে মারা যায় সে। এ খবর পেয়ে রাতে নিজ ঘরের ছাউনির আড়ায় মাফলার পেচিয়ে আত্মহত্যা করেন মিনারুল। প্রেমিক জুটির এই আত্মহননের খবরে এলাকার হাজারো উৎসুক জনতা ভিড় করেছেন তাদের বাড়িতে।
দুজনের লাশের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।
নিউজ ডেস্ক || আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur