Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজার মেশিন জব্দ
মেশিন

চাঁদপুর টাইমসে সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজার মেশিন জব্দ

চাঁদপুরের ফরিদগঞ্জে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত দু’টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গত ২৪ জুলাই চাঁদপুর টাইমসে ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার বালু উত্তোলন চলছেই  এই শিরোনামে সংবাদটি প্রকাশিত হলে প্রশাসনের নজরে পড়ে।

২৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা গুপ্টি ইউনিয়নের গল্লাক বাজারের পাশে ডাকাতিয়া নদী অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসলিমুন নেছা।

এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান পাটওয়ারী,থানা এসআই রুবেল ফরায়েজীসহ বাংলাদেশ আনসার বাহিনী,গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা বলেন,‘কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে। সে আলোকে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের অজ্ঞাতকারী একটি চক্র ফসলি জমিতে অবৈধ ভাবে ড্রেজার চালিয়ে বালু উত্তোলন করছিল। এ ঘটনাটি আমরা শুনে পুলিশ সহায়তায় ড্রেজার মেশিনটি জব্দ করে নিয়ে আসা হয়েছে।’

প্রতিবেদক: শিমুল হাসান, ২৬ জুলাই ২০২২