মেয়ের শখ পুরনে হেলিকপ্টারে বাড়ী ফিরলে সিঙ্গাপুর প্রবাসী

বিগত একত্রিশ বছর যাবৎ সিঙ্গাপুরে জীবিকার তাগিদে অবস্থান করছেন আহমেদ মোস্তফা। বাবা-মা, স্ত্রী-সন্তানদের খোঁজ নিতে মাঝে মাঝে দেশে এসেছেন বেশ কয়েকবার কিন্তু এবার এলাকায় এসেছেন অন্যরকম ভাবে। ছোট মেয়ের আগামী ১২ আগষ্ট জন্মদিনে তাকে জিজ্ঞেস করেছিলেন জন্ম দিনে কি উপহার চাও। তখন সে বলেছে হেলিকপ্টারে উঠতে চাই। তাই মেয়ের সখ পুরন করতেই ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে ঢাকা থেকে একটি বেসরকারী হেলিকপ্টারে ভাড়া করে তিন কন্যা ও কাজের মেয়ে কে নিয়ে বাড়ী ফিরেন তিনি। প্রবাসী আহমেদ মোস্তাক কচুয়ার সীমান্ত এলাকা দাউদকান্দি উপজেলার চশই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক হাজী আলী আশর্^াদের সন্তান।

বরিবার বেলা সাড়ে ১১ টার দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌছার পর একটি বেসরকারী হেলিকপ্টার যোগে নিজ বাড়ীতে অবতারন করেন তিনি। এসময় হেলিকপ্টার যোগে আসা প্রবাসী আহমেদ মোস্তাক ও তান সন্তানদের একনজর দেখতে স্থানীয় উৎসুক জনতা উপছেপড়া ভীড় জমান।

প্রবাসী আহমেদ মোস্তাক জানান, যেহেতু আমরা প্রবাসে থাকায় অনেক সময় মেয়েদের ইচ্ছা আকাঙ্খা পুরন করতে পারিনা, প্রবাসে থাকলেও মনটা সব সময় দেশে পড়ে থাকে। তাছাড়া টাকা-পয়সা বড় কথা না, তাই মেয়ের মনের আকাঙ্খা পুরনের লক্ষে এ ব্যাতিক্রমী আয়োজন করেছি। এ আয়োজনে সহযোগিতা করায় উপস্থিত এলাকাবাসীসহ সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয় বাসিন্দা কাজী জাহিদ হাসান, বেলাল হোসেনসহ অনেকে জানান, প্রবাসী আহমেদ মোস্তাক একজন মানবদরদী মানুষ। তিনি সব সময় এলাকার মসজিদ-মাদ্রাসা, শিক্ষা-প্রতিস্থান ও গবীর-দু:খী মানুষের পাশে থাকেন। তিনি একজন দানবীর ও ভালো মনের মনের মানুষ। আমরা এলাকাবাসী আহমেদ মোস্তাকের মতো মানুষ পেয়ে খুবই আনন্দিত। আমরা গ্রামবাসী আহমেদ মোস্তাকের সুস্থ্যতা-দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ আগস্ট ২০২৫