কচুয়ায় সাবেক এমপি মরহুম মিজবাহ উদ্দিন খান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান মঙ্গলবার (১৬ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও মিজবাহ উদ্দিন খান মেমোরিয়া ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.মো কামাল উদ্দিনের সভাপতিত্বে ও রেজিস্টার মো. এনামউজ্জামানের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.আ আ ম স আরেফিন ছিদ্দিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর, অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
স্বাগত বক্তব্য রাখেন মিজবাহ উদ্দিন খান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের দাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মুনতাসীর মামুন।
এসময় ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, ঢাকাস্থ কচুয়া সমিতির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ব্যাংকার মো. জাহাঙ্গীর আলম মজুমদারসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে দ’জন শিক্ষার্থীর মাঝে এককালীন ২২ হাজার ৯শ’ ৬৫ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১০ : ২৪ পিএম, ১৬ মে ২০১৭, মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur