মেধাবৃত্তিতে চাঁদপুরের সেরা আল-আমিন মডেল মাদ্রাসা

জেডিসি পরীক্ষা ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে মাদরাসা বোর্ড কর্তৃক প্রকাশিত মেধাবৃত্তির তালিকায় চাঁদপুর জেলার সর্বাধিক সংখ্যক বৃত্তি পেয়েছে আল-আমিন মডের মাদ্রাসা।

সদ্য প্রকাশিত জেডিসি ও দাখিল মেধাবৃত্তিতে জেডিসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪ জন। এরা হচ্ছে নাকিব বিন মজিদ, সাইফ সিদ্দিকী তাজ, আল-আমিন তালুকদার ও রবিউল ইসলাম।

এর আগে হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত ও পরিচালিত এ প্রতিষ্ঠান থেকে গত বছর ডেডিসিতে অংশ নেয় ২৪ শিক্ষার্থী। এর মধ্যে ৭ জন এ’ প্লাস, অন্যরা সবাই এ’ গ্রেড পায়।

সাধারণ গ্রেডে পেয়েছে ৩ জন, এর হচ্ছে মেছবাহ উদ্দিন, ফয়েজ আহমেদ ও আবু জাফর জুম্মান।

দাখিল মেধাবৃত্তিতে সাধারণ গ্রেডে বিজ্ঞান বিভাগ থেকে বৃত্তি পেয়েছে ২ জন, সাঈদ মিফতাহুল ইসলাম ও আনাছ বিন আমিন। এর আগে তারা দাখিল পরীক্ষায় গোল্ডেন এ’প্লাস পেয়েছে।

মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম বলেন, ঈর্ষনীয় এ ফলাফলের জন্য মহান রবের দরবারে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপশি জেলাবাসীর প্রতি আহবান বরাবরই কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠান আপনার সন্তানকে ভর্তি করিয়ে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলুন।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট ১১:২৪ পিএম, ২২ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share