Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মেধাবী শিক্ষার্থী বারিয়া এবার গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে
Kamal-Khan

মেধাবী শিক্ষার্থী বারিয়া এবার গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

উম্মে বীমা খায়রুন বারিয়া উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

উম্মে বীমা খায়রুন বারিয়ার পিতা-মো.দেলোয়ার হোসেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের স্বনামধন্য বারিয়া ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারী, তার মাতা- মাহমুদা বেগম নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক। তার গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার কড়ইকান্দি গ্রামে।

উম্মে বীমা খায়রুন বারিয়া প্রাথমিক সমাপনি ও জেএসসিতে গোল্ডেন জিপিএ-৫ কৃতকার্য হয়ে প্রাথমিক ও জেএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

উম্মে বীমা খায়রুন বারিয়া আক্তার তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া আদায় করে তার পিতা-মাতা ও সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তার আত্মীয়-স্বজনের দোয়া কামনা করেছ যাতে ভবিষ্যতে এ সফলতা অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।

সে ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে উৎসর্গ করতে চায়। পড়ালেখা করে যেভাবে জিপিএ-৫ পেয়েছি, ভালো মানুষ হয়ে সেভাবে সমাজের জন্য যেন ভালো কিছু করতে পারি। সে সকলের কাছে দোয়া প্রার্থী।

স্টাফ করেসপন্ডেন্ট, ১ জুন ২০২০
এজি