মেধাবী মাইশা ডাক্তার হতে আগ্রহী
সদ্য প্রকাশিত এবারের পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কচুয়া সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে নোশীন জামান মাইশা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
ভালো ফলাফল অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষক, বাবা ও মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তার গর্বিত পিতা মো: মনিরুজ্জামান কচুয়া উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও মা নাছরিন আক্তার কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক।
নোশীন জামান মাইশা ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহণের পাশাপাশি একজন ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করতে চায়। তার লালিত স্বপ্ন পূরণে সকলের দোয়া চেয়েছেন।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Nannu.jpg” ]জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author] : আপডেট ৫:০০ এএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবারডিএইচ