মেধাবী তরুণদের ভুল শিক্ষা দিয়ে জঙ্গি বানানো হচ্ছে

‘আমি মনে করি বিশ্বের প্রথম শ্রেণির মুসলমানরা হলো বাংলাদেশি। জঙ্গিরা এদেশের শান্তিপ্রিয় মুসলমানদের টার্গেট করেছে। আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে জঙ্গি হামলা চালানো হচ্ছে। মেধাবী তরুণদের ভুল শিক্ষা দিয়ে জঙ্গি বানানো হচ্ছে। তাই আমাদের সকলকে এ ব্যপারে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ত্রাস মোকাবেলায় আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে সন্ত্রাস বিরোধী আলোচনাসভা সোমবার (৪ জুলাই) শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও মডেল থানার সেকেন্ড অফিসার মনির হোসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন।

‘৭৫ সানে বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে এদেশে ধর্মীয় রাজনীতি নতুন মোড় নেয়। দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের টার্গেট করে ধর্মীয় দলগুলো তাদের কার্যক্রম শুরু করে। তারা ধর্মকে ব্যবহার করে এদেশে জঙ্গীবাদের বিজ বপন করেছে।’

আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পটোয়ারী দুলাল, সাবেক সহ- সভাপতি ইউছুফ গাজি, ওচমান গণি পাটোয়ারী, চেম্বার অব অকমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী চিকিৎসক ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবে সভাপতি বিএম হান্নান, সদর উপেজলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান।

প্রতিবেদক- আশিক বিন রহিম

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৪:৪০ পিএম, ৪ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ

Share