মতলবের মেধাবী ছাত্র ইউসাকে বাঁচানো গেলো না

মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নাজমুল হক সরকারের ছেলে মতলব শামসুল হক মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর মেধাবী ছাত্র মোঃ ইউসা হক (৯) দীর্ঘদিন লাইফ সাপোর্টে চিকিয়ৎসাধীনে থাকা অবস্থায় শনিবার বিকাল ৪টা ২০ মিনিটে না ফেরার দেশে চলে গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

৫ মার্চ রোববার সকাল ৯ টার দিকে মধ্য কলাদী এলাকায় মরহমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাযার আগে সংক্ষিপ্ত আলোচনা করেন উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন ও মরহুমের পিতা মোঃ নাজমুল হক সরকার। পরে তাকে ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবর স্থানে দাফন করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৫ মার্চ ২০২৩

Share