chandput times:
ঢাবিতে পড়ুয়া জাতির কাছে মেধাবী ছাত্রীটির প্রশ্ন ও কিছু বক্তব্য উপস্থিত দর্শক ও শ্রোতাদের চোখের পানি পড়তে বাধ্য হয়েছে। কি এমন কথা
এই ছাত্রী সেই দিন ওই সংবর্ধনা অনুষ্ঠানে বলেছিলেন। আসুন ভিডিওর মাধ্যমে তা দেখি।-
বক্তব্যের চুম্বক ও প্রাথমিক অংশ
‘একটা ডানাকাটা পাখি যার সামনে সবুজ মাঠ থাকে উপরে নীল আকাশ থাকে, কিন্তু সে ছটফট করে উড়তে পারে না কেন জানেন? তার পাখাটা বাধা থাকে, প্রচণ্ড মনোবল থাকা সত্ত্বেও সে পাখা মেলে উড়তে পারে না। যার পাখা দুটো স্থবির হয়ে থাকে’। বিস্তারিত নিচের ভিডিওতে দেখুন—–
https://www.youtube.com/watch?v=6A7xX-kPrLU
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur