সম্পাদকীয়

মেধাবীদের অভিনন্দন

চাঁদপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমস-এর পক্ষ থেকে এবারের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারীদের লাল গোলাপ শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

সারা দেশের শিক্ষা বোর্ডগুলি ২০১৬ সালের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফলাফল বুধবার (১১ মে) প্রকাশ করেছে। চাঁদপুরের পাশের হার ৮৬.৫৯%্ । জিপিএ -৫ পেয়েছে ১ হাজার ৭৫ জন।

এছাড়া সারাদেশে জিপিএ -৫ পেয়েছে -১ লাখ ৯ হাজার ৭শ’ ৬১ জন । পাশের হার ৮৮.২৯% । এর মধ্যে ছেলেদের হার ৮৮.২০% এবং মেয়েদের হার ৮৮.৩৯%।

আমাদের সন্তানদের পরীক্ষায় সাফল্য অর্জন কতটা আনন্দদায়ক তা’ বলার অপেক্ষায় রাখে না। ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে আজকের মেধাবীরাইতো দায়িত্ব নেবে। এমন স্বপ্নই আমরা দেখতে পারছি। দেশ গড়ার হাতিয়ার তাদের হাতেই ন্যস্ত হবে।

তবে ২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে তাদেরকে যোগ্য, মেধাবী ,সৎ, ন্যায়নিষ্ঠ, কর্মঠ ও আদর্শবান নাগরিকের গুণাবলী অর্জন করতে হবে। আর সেটা লেখাপড়ার মাধ্যমেই আসবে।

উচ্চতর শিক্ষাঙ্গনে তাদের এ মেধার কৃতিত্ব ধরে রাখতে হবে । দেশপ্রেম থাকবে অবিচল আস্তায় । তাদের প্রতি শিক্ষাগুরুদের
দিক নিদের্শনা হবে দেশ ও জাতি গঠনের মূল লক্ষ্য ।

সুতরাং আজকের মেধাবীদের বজ্রকঠিন শপথ নিয়ে সামনের পথে এগুতে হবে।

সম্পাদকীয় : আপডেট ৪:০৪ পিএম, ১২ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share