মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পেলো কচুয়ার মেধাবী শিক্ষার্থী তমাল দেবনাথ। সে কচুয়া উপজেলার সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, চিত্রকলা স্টুডিও’র পরিচালক দীপক দেবনাথ ও অঞ্জনা দেবনাথের সন্তান।
শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় তমাল দেবনাথ ঢাকা শেখ হাসিনা মেডিকেল কলেজ থেকে অংশ গ্রহণ করে ৩৭৫৬তম মেধা তালিকায় উত্তীর্ণ হয়। মেধাবী শিক্ষার্থী তমাল দেবনাথ সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক থেকে ২০২০ সালে এইচএসসিে গোল্ডেন জিপিএ-৫,২০১৮ সালে সাচার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৫ সালে জেএসসিতে একই উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে সাফল্যের সাথে উর্ত্তীর্ণ হয়।
এদিকে কচুয়ার ঐতিহ্যবাহী সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তমাল দেবনাথ মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে এলাকাবাসী। পাশাপাশি তমাল দেবনাথ ভবিষ্যত তার লালিত স্বপ্ন পূরনে একজন গর্বিত ডাক্তার হয়ে দেশের সাধারন মানুষের চিকিৎসা সেবা করতে সকলের আন্তরিক আর্শীবাদ ও সহযোগিতা চেয়েছে।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৭ এপ্রিল ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur