চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৩: ৫৬ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একজন ডাক্তারসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার মহাখালী ডিওএইচএস থেকে এই চক্রকে আটক করা হয়। এ সময় ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র, উত্তরপত্র এবং ১ কোটি ২১ লাখ টাকার চেক জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা জসীম উদ্দীন এবং ডাক্তার সৌভন। র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেলে একটি সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব। আগামী ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫