Home / চাঁদপুর / চাঁদপুরে তরী ও সাহিত্য মঞ্চের সাহিত্যপাঠ
চাঁদপুরে তরী ও সাহিত্য মঞ্চের সাহিত্যপাঠ

চাঁদপুরে তরী ও সাহিত্য মঞ্চের সাহিত্যপাঠ

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কবিতার কাগজ তরী’এবং সাহিত্য মঞ্চের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাহিত্যপাঠ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের জোড়পুকুর পাড়স্থ সাহিত্য মঞ্চের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাহিত্যকর্মীদের অংশ গ্রহণে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবি ও লেখকরা শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের কবিতা পাঠ করেন।

এসময় লেখকদের আলোচনায় উঠে আসে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ, মহান মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস এবং সর্বোপরি পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্টের আত্মপ্রকাশের গৌরবগাঁথা ইতিহাস।

সাহিত্য মঞ্চের আহ্বায়ক কবি মাইনুল ইসলাম মানিকের সভাপতিত্বে ও কবিতার কাগজ তরী’র সম্পাদক কবি আশিক বিন রহিমের সঞ্চালনায় সাহিত্যপাঠ ও আলোচনায় অংশ নেন দেশ পাণ্ডুলিপি পুরস্কারপ্রাপ্ত কবি ও গল্পকার রফিকুজ্জামান রণি।

কবি ও লেখক অাজিজুর রহমান লিপন, মো. ইউছুফ, আনিস আরমান, মো. নজরুল ইসলাম, মো. ইউনুছ, সাহিত্যকর্মী নারগিস তন্নি, নাজমুস সাকিব প্রমুখ।

স্টাফ করেসপন্ডেট
১৪ ডিসেম্বর,২০১৮